জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—এ অবস্থান থেকে বিএনপি কোনোভাবেই সরে আসবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে বিএনপি একমত নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আমীর খসরু।
এদিন জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। সেখানে সংবিধানগত আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
এ বিষয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “গণভোট আগে করার প্রস্তাবে বিএনপি রাজি নয়। আমরা আলোচনার পুরো সময় স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ও গণভোট একই দিনে হবে—দুটি আলাদা ব্যালটে। এটি পরিষ্কার অবস্থান, এখানে নতুন করে কোনো ব্যাখ্যার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “যারা নতুন করে বিষয়টি তুলছেন, সেটা তাদের বিষয়। বিএনপির জন্য এটা কোনো ইস্যু নয়। এই অবস্থান আমাদের আগেও ছিল, ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে।”
স্থায়ী কমিটির এই সদস্য জানান, “নির্বাচনের দিন দুইটি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। এর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।”
আরও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কে কী প্রস্তাব দিল, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। নির্বাচন করবে দেশের রাজনৈতিক দলগুলো, কমিশন বা অন্য কেউ নয়। অনেকে নানা সুপারিশ করতে পারে, কিন্তু ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না।”
আমীর খসরু বলেন, “বিএনপিরও বহু প্রস্তাব ছিল, তবে সেগুলো নিয়েও সব পক্ষের ঐকমত্য হয়নি। তাই ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবসম্মত নয়। এই বিষয়ে যেহেতু বিএনপি একমত নয়, সেহেতু গণভোট আগে করার প্রশ্নই আসে না।”
