বাংলাদেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা হবে। এই লক্ষ্যেই সরকার চালু করছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি নতুন ব্যবস্থা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এনইআইআর চালু হলে কেবলমাত্র অনুমোদিত, মানসম্পন্ন ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। অপরদিকে, অবৈধ বা ক্লোন করা আইএমইআই নম্বরের ফোন আর চালু করা যাবে না।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে—দেশের প্রায় ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে। নতুন এই এনইআইআর ব্যবস্থা চালু হলে সেই জালিয়াতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, অবৈধ মোবাইল ফোনের কারণে সরকার প্রতিবছর প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারায়।
নতুন ফোন কেনার আগে করণীয়
বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে যেকোনো মাধ্যম (বিক্রয়কেন্দ্র, অনলাইন স্টোর, ই–কমার্স ইত্যাদি) থেকে ফোন কেনার আগে ক্রেতাকে অবশ্যই ফোনটির বৈধতা যাচাই করতে হবে এবং কেনার রশিদ সংরক্ষণ রাখতে হবে। বৈধ ফোন কিনলে সেটি স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ডাটাবেজে নিবন্ধিত হয়ে যাবে।
ফোনটি বৈধ কি না, জানবেন যেভাবে
১️⃣ মেসেজ অপশনে গিয়ে লিখুন: KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর (যেমন: KYD 123456789012345)
২️⃣ পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।
৩️⃣ ফিরতি বার্তায় আপনি জানতে পারবেন ফোনটি বৈধ নাকি অবৈধ।
বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোনের নিবন্ধন
বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল থাকবে। তবে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। বিটিআরসি যাচাই–বাছাই শেষে বৈধ ফোনগুলো স্থায়ীভাবে নেটওয়ার্কে রাখবে, আর অবৈধ ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে।
নিবন্ধন পদ্ধতি:
১️⃣ neir.btrc.gov.bd–এ গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে হবে।
২️⃣ ‘Special Registration’ সেকশনে গিয়ে আইএমইআই নম্বর দিন।
৩️⃣ পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন সিল ও ক্রয় রশিদের স্ক্যান কপি আপলোড করুন।
৪️⃣ যাচাই শেষে বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। অবৈধ হলে এসএমএসে জানিয়ে সেটি বিচ্ছিন্ন করা হবে।
এছাড়া, মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকেও এই নিবন্ধন সহায়তা নেওয়া যাবে।
ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের একটি ফোন ছাড়াও আরও একটি ফোন বিনা শুল্কে আনতে পারেন। অতিরিক্ত ফোন আনতে হলে শুল্ক দিতে হবে।
বিশেষ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান/ছবি
- আগমনের সিল–সংবলিত পাতার স্ক্যান/ছবি
- ক্রয় রশিদের স্ক্যান/ছবি
- একটির বেশি ফোন আনলে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র
উপহার পাওয়া ফোনের ক্ষেত্রে অতিরিক্তভাবে উপহারদাতার প্রত্যয়নপত্র দিতে হবে।
এয়ার মেইলে প্রাপ্ত ফোনের জন্য প্রেরক ও প্রাপকের পরিচয়পত্র, ক্রয় রসিদ ও শুল্ক প্রদানের রসিদ জমা দিতে হবে।
পুরনো ফোনের বর্তমান অবস্থা জানার উপায়
১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর–এ নিবন্ধিত হবে, তাই আলাদা করে নিবন্ধনের প্রয়োজন নেই।
যেভাবে যাচাই করবেন:
১️⃣ *১৬১৬১# ডায়াল করুন
২️⃣ নির্দেশনা অনুযায়ী আইএমইআই নম্বর দিন
৩️⃣ ফিরতি বার্তায় ফোনের নিবন্ধন অবস্থা জানানো হবে
এই তথ্য neir.btrc.gov.bd পোর্টাল বা অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও পাওয়া যাবে।
ফোন বিক্রি বা হস্তান্তরের জন্য ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া
১৬ ডিসেম্বর থেকে কেউ যদি নিজের ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তর করতে চান, তবে সেটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে। এ সময় জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট দিতে হবে।
ডি-রেজিস্ট্রেশনের মাধ্যম:
- সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)
- মোবাইল নেটওয়ার্ক অপারেটর পোর্টাল
- মোবাইল অ্যাপস
- ইউএসএসডি কোড: *১৬১৬১#
শর্ত:
- ব্যবহৃত সিম অবশ্যই নিজের এনআইডিতে নিবন্ধিত হতে হবে।
- ক্লোন আইএমইআই ফোনের ক্ষেত্রে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।
করপোরেট সিম ব্যবহারকারীদের ৩০ দিনের মধ্যে এনআইডির তথ্য জমা দেওয়ার জন্য এসএমএসে জানানো হবে।
চুরি বা হারানো ফোন ব্লক করার নিয়ম
যদি ফোন চুরি হয় বা হারিয়ে যায়, তাহলে সিটিজেন পোর্টাল, এনইআইআর অ্যাপস বা অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে ফোনটি লক বা আনলক করা যাবে।
যাদের ইন্টারনেট নেই, তারা ইউএসএসডি কোড (*১৬১৬১#) বা ১২১ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন।
হ্যান্ডসেট উৎপাদন ও আমদানির নিয়ম
দেশে বর্তমানে অনুমোদিত কারখানাগুলো বেশিরভাগ হ্যান্ডসেট উৎপাদন করছে। কিছু বিশেষ মডেল নিবন্ধিত ভেন্ডরদের মাধ্যমে আমদানি করা হয়।
উৎপাদন বা আমদানির আগে যে শর্তগুলো মানতে হবে:
- বিটিআরসির নির্দেশিকা অনুযায়ী উৎপাদন বা আমদানি করতে হবে।
- বাজারজাতের আগে আইএমইআই নম্বর নির্দিষ্ট ফরম্যাটে বিটিআরসিতে জমা দিতে হবে।
- আইএমইআই জমা না দিলে সেই ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।
হ্যান্ডসেট বিক্রেতার জন্য নির্দেশনা
- হ্যান্ডসেট গ্রহণের আগে প্রতিটি আইএমইআই যাচাই করতে হবে।
- ভুয়া বা নকল আইএমইআই–যুক্ত ফোন বিক্রি করা যাবে না, কারণ সেগুলো নেটওয়ার্কে যুক্ত হবে না।
তথ্য জানতে যোগাযোগ
এনইআইআর–সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বিটিআরসির হেল্প ডেস্ক (১০০) বা অপারেটরের কাস্টমার কেয়ার (১২১) নম্বরে যোগাযোগ করা যাবে।
