আগামীকালই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আগামীকাল শুক্রবারের মধ্যেই জারি করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, তার পূর্ণ বাস্তবায়নই জামায়াতের প্রত্যাশা। এ জন্য আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তাহের আরও বলেন, “সরকার চাইলে আজ রাতের মধ্যেই সেই আদেশ জারি করতে পারে।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তাহের আহ্বান জানান, সময়ক্ষেপণ না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা উচিত। তার মতে, বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে।

তিনি আরও বলেন, সনদ বাস্তবায়ন আদেশ জারির পরপরই গণভোট আয়োজন করতে হবে। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে জামায়াত চায় জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক। কারণ, একই দিনে নির্বাচন ও গণভোট হলে দলীয় প্রার্থীদের প্রচারে নেতারা ব্যস্ত থাকবেন, এতে গণভোটের গুরুত্ব কমে যাবে।

গণভোটের পর ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, “যে কোনো পরিস্থিতি এড়িয়ে যেতে হবে যাতে নির্বাচন অনিশ্চয়তা বা সংশয়ের মধ্যে পড়ে। ফেব্রুয়ারিই জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।”

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম এবং হামিদুর রহমান আযাদ।