নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগেই ঘোষণা করা হবে। তিনি বলেন, রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেল ৩টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। আনোয়ারুল ইসলাম বলেন, “ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করা হবে।”
গণভোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, “গণভোট নির্বাচন-পূর্বে না পরে হবে, এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। সরকারের প্রস্তুতি সম্পর্কেও আমরা কিছু পাইনি। সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।”
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটিই দেখার অপেক্ষায় আছি।”
নির্বাচনি প্রতীক বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন পরিকল্পনা বিধিমালায় থাকা প্রতীকের তালিকা সময় সময় কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। আমরা ইতোমধ্যে এ সংক্রান্ত বিধিমালা সম্পন্ন করেছি।”
তিনি আরও জানান, নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি যারা কারাগারে রয়েছেন, তারাও যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। আসন বিন্যাস, সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালার কাজও সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আশা করছি ফেব্রুয়ারিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. অহিদুজ্জামান মুন্সি উপস্থিত ছিলেন।
