জকসু নির্বাচনে ৬ কেন্দ্রের ফল: শীর্ষ পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর ৩৯টি কেন্দ্রের মধ্যে ৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ফলাফলে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—শীর্ষ这三个 পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বুধবার সকালে নির্বাচন কমিশনের পক্ষে ড. আনিছুর রহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এর আগে ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।

৬ কেন্দ্রের সমন্বিত ফলাফলে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম ৫৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট। অপরদিকে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের কিশোয়ার সাম্য ৪৪ ভোট পেয়েছেন।

জিএস পদে অদম্য জবিয়ান ঐক্যের আব্দুল আলিম আরিফ ৫৭৭ ভোট পেয়ে সুস্পষ্টভাবে এগিয়ে আছেন। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২৭৭ ভোট এবং বাম–সমর্থিত প্রার্থী ইভান তাহসিভ ১৪৪ ভোট পেয়েছেন।

এজিএস পদে সবচেয়ে কম ব্যবধান দেখা গেছে। এই ছয় কেন্দ্রে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ৫৭২ ভোট পেয়ে সামান্য এগিয়ে রয়েছেন। অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫৫৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাহীন মিয়া পেয়েছেন ৬৪ ভোট।

সিএসই এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের দুই কেন্দ্রে ভিপি, জিএস ও এজিএস পদে তিনটিতেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। সিএসই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০৬ ভোট পেয়েছেন, অপরদিকে রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে রিয়াজুল ৫১ এবং রাকিব ৩৯ ভোট পেয়েছেন।

জিএস পদে সিএসই বিভাগে আব্দুল আলীম আরিফ ১১২ ভোট ও খাদিজাতুল কুবরা ৫৩ ভোট পেয়েছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আরিফ ৪৬ ও খাদিজা ১৮ ভোট পেয়েছেন।

এজিএস পদে সিএসই বিভাগে মাসুদ রানা ১০৫ ভোট এবং এবিএম তানজিল ৮০ ভোট পেয়েছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে মাসুদ রানা ৪২ ও তানজিল ৩০ ভোট পেয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়। ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে প্রথম হয়েছেন, রাকিব পেয়েছেন ৯১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে জয়ী হন।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন, রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এজিএস পদে এবিএম তানজিল ১২৬ ভোট পেয়ে জয়ী হন।

লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়ে জয়ী হন।

ফার্মেসি বিভাগে শীর্ষ তিন পদেই বড় ব্যবধানে অদম্য জবিয়ান প্যানেল এগিয়ে। ভিপি পদে রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন।