জাকসু নির্বাচনে শীর্ষ পদে শিবিরের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের সর্বমোট ৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। তিনটি শীর্ষ পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা জয়লাভ করেছেন।

উপ-সভাপতি (ভিপি)
রিয়াজুল (শিবির) – ৫,৫৫৮ ভোট
একেএম রাকিব (ছাত্রদল ও ছাত্র অধিকার) – ৪,৬৮৮ ভোট
রিয়াজুল ৮৭০ ভোটের ব্যবধানে জয়ী হন।

সাধারণ সম্পাদক (জিএস)
আব্দুল আলিম আরিফ (শিবির) – ৫,৪৭০ ভোট
খাদিজাতুল কুবরা (ছাত্রদল) – ১,৯৭৩ ভোট
আরিফ ৩,৪৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস)
মাসুদ রানা (শিবির) – ৫,০১৮ ভোট
তানজিল (ছাত্রদল) – ৪,০৭৫ ভোট
মাসুদ রানা ৯৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।