জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এবং ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিবের মধ্যে মাত্র ৬ ভোটের ব্যবধান রেকর্ড করা হয়েছে। সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এখন পর্যন্ত প্রকাশিত ৮ কেন্দ্রের সমন্বিত ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম মোট ৮১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
জিএস পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৮২৫ ভোট পেয়ে বড় ব্যবধান ধরে রেখেছেন। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট।
এজিএস পদে অদম্য জবিয়ান ঐক্যের মাসুদ রানা মোট ৭৯৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
সর্বশেষ ঘোষিত অষ্টম কেন্দ্র অনুজীব বিজ্ঞান বিভাগে তিনটি পদেই অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭ ভোট পেয়েছেন, একেএম রাকিব পেয়েছেন ৪৬ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৫ ভোট এবং খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ৮১ ভোট পেয়েছেন, তানজিল পেয়েছেন ৪০ ভোট।
এর আগে সপ্তম কেন্দ্র হিসেবে ফিন্যান্স বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এই কেন্দ্রে ভিপি পদে একেএম রাকিব ২৩১ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। একই কেন্দ্রে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৬৩ ভোট, খাদিজাতুল কুবরা ১১৩ ভোট এবং ইভান তাহসিভ ৭২ ভোট পেয়েছেন। এজিএস পদে তানজিল ১৭৮ ভোট, মাসুদ রানা ১৬৩ ভোট এবং শাহীন মিয়া ২১ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক শহীদুল ইসলাম জানান, এখনও হল সংসদসহ বাকি ৩১টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে। ধাপে ধাপে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।
