জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল অনুসারে, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে আছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা লিড বজায় রেখেছেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১,০৩১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১,১৭২ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১,০৭৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১,০২০ ভোট, বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৯৩৮ ভোট।
বিভিন্ন কেন্দ্রের ফলাফলে ভিন্ন চিত্র দেখা গেছে। চারুকলা বিভাগ কেন্দ্রে ভিপি পদে একেএম রাকিব ১০৬ ভোট পেয়েছেন, রিয়াজুল ইসলাম পেয়েছেন ২১ ভোট। জিএস পদে খাদিজাতুল কুবরা ৩৬ ভোট ও আব্দুল আলিম আরিফ ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে তানজিল ৮২ ভোট পেয়েছেন, মাসুদ রানা পেয়েছেন ১২ ভোট।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৯ ভোট ও একেএম রাকিব ৮৭ ভোট পেয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯৮ ভোট এবং খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ৯০ ভোট ও তানজিল ৪২ ভোট পেয়েছেন।
দর্শন বিভাগ কেন্দ্রে ভিপি পদে একেএম রাকিব ১৭৫ ভোট এবং রিয়াজুল ইসলাম ১১১ ভোট পেয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৩৫ ভোট ও খাদিজাতুল কুবরা ৮০ ভোট পেয়েছেন। এজিএস পদে তানজিল ১২৪ ভোট এবং মাসুদ রানা ১১৯ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য মতে, এখনও হল সংসদসহ ২৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ বাকি রয়েছে। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।
