গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, বিএনপি নেতা কাইয়ুমসহ ৪ জন খালাস

ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আলোচিত এ মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুম ও তার ভাইসহ চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

অভিযুক্ত সাত আসামির মধ্যে তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল এবং রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

অপরদিকে বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল– এ চারজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশানে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। ৫১ বছর বয়সী এই ইতালীয় নাগরিক কাজ করতেন নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা আইসিসিও-বিডিতে।

হত্যাকাণ্ডটি লেখক, ব্লগার ও মুক্তমনা প্রকাশকদের উপর একের পর এক হামলার পরপরই ঘটে, যা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে।