মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়েছে: পেন্টাগন

সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তেহরানের কর্মসূচি প্রায় দুই বছর পিছিয়ে গেছে বলে ধারণা করছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অভ্যন্তরীণ গোয়েন্দা মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে।

বুধবার এক ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, “আমাদের হিসাব মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে।” যদিও তিনি এই দাবির সমর্থনে কোনো নির্দিষ্ট তথ্যপ্রমাণ তুলে ধরেননি।

গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালায়। এই হামলার মাধ্যমে ইরানের স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন পারনেল।

হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, “ইরানের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে।” পেন্টাগনের মুখপাত্রও বুধবার একই দাবি করেন।

তবে এই মূল্যায়নের বিপরীতে কিছু বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সংশয় প্রকাশ করেছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি বলেছেন, “ইরান কয়েক মাসের মধ্যেই ফের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।”

এদিকে পশ্চিমা কিছু গোয়েন্দা সংস্থা ধারণা করছে, ইরান হয়তো হামলার আগেই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের ভূগর্ভস্থ ফরদো স্থাপনা থেকে অন্যত্র সরিয়ে রেখেছিল।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “ইরান তাদের ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য আমাদের হাতে নেই।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন হামলায় ফরদো স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বলেছেন, “ফরদোতে ঠিক কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়, তবে এটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত।”