আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় এবং মঙ্গলবার পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় উত্তরাঞ্চল, রংপুর, উত্তর-পূর্বাঞ্চল, সিলেট ও উপকূলীয় এলাকার দপ্তরগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো:
- কর্মস্থল ত্যাগ করা যাবে না।
- বাঁধের দুর্বল জায়গা চিহ্নিত করে ঝুঁকিমুক্ত করতে হবে এবং অন্যান্য স্থানে ভাঙন ঠেকাতে সতর্ক থাকতে হবে।
- জরুরি কাজে প্রয়োজনীয় উপকরণ, যেমন জিও-টেক্সটাইল বস্তা মজুত রাখতে হবে।
- যে কোনো জরুরি খবর পাওয়া মাত্র উপদ্রুত এলাকায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
- স্থানীয় ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
- উদ্ভূত পরিস্থিতি সময়ে সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
দেশের অন্যান্য অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।