রেলওয়ের উপসহকারী প্রকৌশলী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫১৩ জন

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় ৩৫১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার এ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানান।

রেলওয়ের ১০ম গ্রেডের এ পদের নিয়োগের বাছাই পরীক্ষা গত ২৮ জুন অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সূচিসহ অন্যান্য তথ্য কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।