অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ–২০২৫’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। রোববার সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের উদ্বোধন করেন।
প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র–জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়ে বলেন, পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও নিযুক্তির উপযুক্ততার ওপর জোর দিতে হবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা যোগ্য নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেই পদোন্নতির জন্য বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি–শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বেসামরিক প্রশাসনকে সহায়তায় তাদের অবদানের জন্য সেনাপ্রধানসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফ। সেনাপ্রধান নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।