রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহত ও নিখোঁজের তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থী অভিভাবকের জন্য অপেক্ষা করছিল।
বিবৃতিতে বলা হয়, আনুমানিক বেলা ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এর আগে দুপুর ১টায় স্কুল ছুটি হয়ে যায়। ফলে স্বল্পসংখ্যক শিক্ষার্থী স্কুল ভবনে অবস্থান করছিল।
স্কুল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন স্কুল শাখার ১৮ জন শিক্ষার্থী, দুজন শিক্ষক ও দুজন অভিভাবক। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৫১ জন। আহতদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন রয়েছেন। একজন আহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া, দুর্ঘটনার পর থেকে পাঁচজন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ জানায়, মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি হতাহত ও নিখোঁজদের তথ্য হালনাগাদ করার কাজ চলছে।
বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা পাশে দাঁড়িয়েছেন। আহতদের উন্নত চিকিৎসায় সহায়তা করছে স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ বিমানবাহিনী।
চিকিৎসা ও সেবা কার্যক্রম সমন্বয়ের জন্য বিমানবাহিনীর পক্ষ থেকে একটি জরুরি সেল গঠন করা হয়েছে।