কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর ঘটনাটি ঘটে। পরে বগিটি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিকাল ৩টার পর গোমদণ্ডী স্টেশন অতিক্রম করে আউটারে যাওয়ার সময় ট্রেনের সর্বশেষ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়।
এই বগিটিকে বলা হয় ‘গার্ড ব্রেক বগি’। এতে ট্রেন পরিচালক বা গার্ড থাকেন। বগিটিতে একটি ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসনও থাকে।
গোমদণ্ডী স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানান, বিকাল ৩টা ৮ মিনিটের দিকে হুক ভেঙে বগিটি বিচ্ছিন্ন হয়। পরে বিকাল ৩টা ৫৫ মিনিটে বগিটি ফেলে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ একমুখী হওয়ায় ওই বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে একটি উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যায়।
এ ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বিলম্বিত হয়।
গোমদণ্ডী স্টেশন মাস্টার জানান, বিকাল ৩টা ৪২ মিনিটে ‘প্রবাল এক্সপ্রেস’-এর গোমদণ্ডী স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও লাইনে সমস্যা থাকায় তা বিলম্ব হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি জালানিহাট স্টেশনে অবস্থান করছিল। বগিটি জালানিহাট পৌঁছালে ‘প্রবাল এক্সপ্রেস’ ছেড়ে যায়।