গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন সুব্রত চৌধুরী

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুর পর দলটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরী।

শনিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে দলের কেন্দ্রীয় কমিটির সভায় ভোটের মাধ্যমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

সভায় সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় দুপুর ১টায়, এর আগে সকাল ১০টায় সভা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতা করেন সুব্রত চৌধুরী ও এস এম আলতাফ হোসেন।

ভোটে অংশ নেন কেন্দ্রীয় কমিটির ১১২ জন সদস্য। এর মধ্যে ৬৭ ভোট পেয়ে সুব্রত চৌধুরী নির্বাচিত হন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে।

গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন মারা যান গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু।