আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজির অভিযোগে গুলশানে আটক ৫

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াদ, মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা।

তিনি আরও বলেন, গত ১৭ জুলাই রিয়াদ, অপুসহ কয়েকজন শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে তাঁর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা প্রদান করেন।

শনিবার রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা নিতে গেলে পুলিশ আগেভাগে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি হাফিজুর রহমান।