বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান, যার মধ্যে চারটিই বিদেশি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি মাসের ১০ জুলাই বিপিএল আয়োজনের আগ্রহী প্রতিষ্ঠান খুঁজতে একটি বিজ্ঞপ্তি দেয় বিসিবি। ওই বিজ্ঞপ্তির পর সাড়া দেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো—অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজে গ্রুপ ও বাংলাদেশের ট্রান্সপোর্ট গ্রুপ।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট ব্যবস্থাপনায় অভিজ্ঞ। যুক্তরাষ্ট্রের আইএমজি ইতোমধ্যে আইপিএলের মতো আসরে কাজ করেছে। ভারতের রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস বিসিবির সঙ্গে টিভি প্রোডাকশনেও কাজ করেছে পূর্বে। আর মাইন্ড ট্রি লিমিটেড—যারা বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক প্রতিষ্ঠান—তারা এবার আইপিজে গ্রুপের সঙ্গে অংশীদার হয়ে আয়োজক হওয়ার আগ্রহ দেখিয়েছে। আয়োজক হতে পারলে তারা ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকবেন না বলে জানিয়েছে।
শুধুমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে তালিকায় রয়েছে ট্রান্সপোর্ট গ্রুপ।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব আগ্রহী প্রতিষ্ঠানের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। ৩০ ও ৩১ জুলাই প্রার্থীদের কাছ থেকে বিস্তারিত প্রেজেন্টেশন ও অর্থনৈতিক প্রস্তাব নেওয়া হবে। এরপর চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠানকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
আগামী ডিসেম্বর–জানুয়ারিতে বিপিএলের এবারের আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। আগস্টের মধ্যেই আয়োজক চূড়ান্ত করে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের কাজ শেষ করতে চায় তারা। অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে খেলোয়াড় ড্রাফট।