জাতীয় নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: মিন্টু

জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্টু বলেন, “বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে পরিস্থিতি, তাতে ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেই। নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি অংশ নেবেন।”

তিনি আরও বলেন, দেশে যদি এক যুগ বা দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তাহলে মানুষের অর্থনৈতিক ও জানমালের উন্নয়ন সম্ভব নয়। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা ভালো কিছু করবে না।

মিন্টু জানান, ২০০৬ সাল থেকে বিএনপি নির্বাচন চেয়ে আসছে এবং ১৯ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে যোগাযোগ করেছেন। তাদের যৌথ বিবৃতি অনুসারে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা এতে আস্থা রাখতে চাই। আমরা চাই দ্রুত নির্বাচন হোক।”

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম (মজনু) ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।