ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, শহীদের রক্তের ক্ষতিপূরণ দাবি এনসিপি নেতার

নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয়, তবে তাদের রক্তের ক্ষতিপূরণ দিতে হবে যারা শহীদ হয়েছেন।”

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব‌্য ক‌রেন।

তিনি বলেন, “যে শহীদরা রক্ত দিয়েছে সংস্কারের জন্য, তাদের লাশ ফেরত দিতে হবে সরকারকে। যারা আহত হয়েছে তাদের জন্যও ক্ষমা প্রার্থনা করা হবে।”

নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার পরিকল্পনা করলেও, পাটওয়ারী বলছেন, “বর্তমান অবস্থা ঠিক না হলে নির্বাচনে যোগ দেওয়া হবে না।”

তিনি সংবাদমাধ্যমকেও তীব্র সমালোচনা করেন। বলেন, “আগে গণমাধ্যম ছিল ‘হাসিনামাধ্যম’, এখন তারা কী ধরনের মাধ্যম সেটা বললে চাকরি যাবে।”

পাটওয়ারী ডিজিএফআই’র (ডিজিটাল গোয়েন্দা ফোর্স ইনস্টিটিউট) কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “তারা জনগণের টাকায় চলে, কিন্তু কোনো জবাবদিহিতা বা স্বচ্ছতা নেই। তাদের কাজ ভীতি ছড়ানো।”

বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

জাতীয় যুব সম্মেলনে অন্যান্য রাজনৈতিক নেতারা ও যুব সংগঠনগুলোর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।