ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার ৩৯,৭৭৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী এই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।

এর মধ্যে ছাত্র ভোটারের সংখ্যা ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।

আগের খসড়া তালিকা থেকে ১৫৭ জন শিক্ষার্থী বাদ দেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে ৫২.৪৮ শতাংশ ছাত্র এবং ৪৭.৫২ শতাংশ ছাত্রী রয়েছেন।

কোন হ‌লে ভোটার কত?

ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হলে সর্বোচ্চ ভোটার সংখ্যা ৫,৬৪১ জন, শামসুন নাহার হলে ৪,০৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪,৪৩৪ জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২,১০৩ জন এবং ফজিলাতুন্নেছা মুজিব হলে ২,৬৪০ জন ভোটার রয়েছেন।

ছাত্র ভোটারদের মধ্যে জগন্নাথ হলে ভোটার সংখ্যা ২,২২২ জন, বিজয় একাত্তর হলে ২,০২৭ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১,৯৯৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৫৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৫১ জন এবং ফজলুল হক মুসলিম হলে ১,৭৬২ জন।

অন্যান্য হলগুলোতে ভোটার সংখ্যা তুলনামূলক কম হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশনের অবস্থান

ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও যদি বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম পাওয়া যায়, যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

এদিকে, সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী জুলিয়াস সিজার তালুকদারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ও নির্বাচনী কমিশনের সদস্য জাওয়াদ ইবনে ফরিদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়ে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছেন।

গত ৩০ জুলাই প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৯৩২ জন।