নেত্রকোণার আটপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল চাকমার লাঠি হাতে এক কিশোরকে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনা গত মার্চ মাসের হলেও সম্প্রতি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের হলরুমে ভিড়ের মধ্যে ইউএনও লাঠি নিয়ে এক কিশোরকে মারধর করছেন। স্থানীয়রা এবং উপস্থিত আনসার ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। কিশোর দুর্জয় দাবি করেন, চাল বিতরণের সময় হঠাৎ ধাক্কাধাক্কিতে তিনি ইউএনওর শরীরে পড়ে গেলে এই প্রতিক্রিয়া হয়েছে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস সাংবাদিকদের জানান, চাল বিতরণের সময় অনিয়মের খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে যান। সেখানে দুর্জয় ও অন্য কিশোররা চাল লুট করতে চেষ্টা করছিলেন। ইউএনও রুয়েল চাকমার ওই আচরণ “ভুল” বলে উল্লেখ করে তিনি বলেন, “তিনি লাঠি ধরতে পারেন না। এটা ঠিক হয়নি।”
জেলা প্রশাসক আরও জানান, ওই ইউনিয়নের সচিবকে বিভিন্ন অভিযোগে বদলি করা হয়েছে এবং গত সপ্তাহে ইউএনওর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কিশোর দুর্জয়ের পরিবার ঘটনাটি চেপে রাখতে বাধ্য হলেও ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। অপরদিকে ইউএনও রুয়েল চাকমা ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করলেও তিনি যোগাযোগ করেননি।
জেলা প্রশাসক বলেন, “মার্চ মাসের ঘটনা হলেও এই মুহূর্তে ব্যাপক আলোচনা হচ্ছে। ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মও ঘটেছিল। সব মিলিয়ে বিষয়টি ভালো হয়নি।”