২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় বাড়িয়ে ৬৩.৫ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার

চল‌তি অর্থবছরে রপ্তানি আয় ১৬ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে সামগ্রিক রপ্তানি আয় ছিল প্রায় ৫৫ বিলিয়ন ডলার। নতুন অর্থবছরে পণ্য রপ্তানিতে ১৩ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি ধরে লক্ষ্য ধরা হয়েছে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাতে ১৮ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি ধরে লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

বিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানির লক্ষ্য ছিল ৫০ বিলিয়ন ডলার, অর্জিত হয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন (লক্ষ্যের ৯৭ শতাংশ)। সেবা খাতে লক্ষ্য ছিল ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার, অর্জিত হয়েছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক অগ্রগতির কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জনের সম্ভাবনা রয়েছে। তবে গ্যাস সংকট, কাস্টমস জটিলতা, ব্যাংকিং খাতের সমস্যা এবং আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলার ওপর তিনি জোর দেন।

খাতভিত্তিক লক্ষ্যমাত্রায় তৈরি পোশাকের ওভেন খাতে ১৪ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি ধরে ২০ দশমিক ৭৯ বিলিয়ন ডলার এবং নিট খাতে ১২ দশমিক ০১ শতাংশ প্রবৃদ্ধি ধরে ২৩ দশমিক ৭০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাট ও পাটপণ্যে ৯ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে ৯০০ মিলিয়ন ডলার এবং কৃষিপণ্যে ২২ দশমিক ৪৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে ১ দশমিক ২১ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য স্থির করা হয়েছে।