আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে ইসি

নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা প্রকাশ করা যাবে। আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কিত একটি পথনকশা সাধারণত নির্বাচনের বেশ আগে ঘোষণা করা হয়। এতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি কখন সম্পন্ন হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ থাকে। ইতিমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার।

ইসি সচিব সাংবাদিকদের বলেন, “আমরা এটি নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ আপনাদের জানাতে পারব।”
রোডম্যাপে কী থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “রোডম্যাপই বিস্তারিত তুলে ধরবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।”

আন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজন করতে চায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে নির্বাচন আয়োজনের কার্যক্রম শুরু করতে বলা হবে।