স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। তবে পদত্যাগের পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন, এমনটি ধরে নেওয়া উচিত নয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, “উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা যেকেউ যদি রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা রাখেন, তাদের সবারই পদত্যাগ করা উচিত। যাতে কোনোভাবেই নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।”
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। আমরা এই সরকারের অংশ হিসেবে চাই, নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তার দায় আমাদের ওপরই থাকবে।”
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন আসিফ মাহমুদ। একই সরকারে নাহিদ ইসলাম ও পরে মাহফুজ আলমও উপদেষ্টা হন। এদের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগের পর এনসিপির আহ্বায়ক হন।
আসিফ মাহমুদ বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্যদেরও পদত্যাগ করা উচিত। সরকারের বিভিন্ন জায়গায় যারা পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় রাখেন বা ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তাদেরও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত।”
পদত্যাগের পর এনসিপিতে যোগ দেবেন কি না, এ বিষয়ে তিনি বলেন, “আমি এনসিপিতে যোগ দেবেন, এমনটি ধরে নেওয়া উচিত নয়। এটি বিবেচনা করব।”
সরকারের এক বছরের কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত অনেক কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। গণ-অভ্যুত্থানের প্রত্যাশা থেকে অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তবে অর্থনীতি কিছুটা উন্নত হয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। মূল্যায়নটা জনগণই করবে।”