ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন পদে মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আজ সোমবার শেষ দিনে ৪৪২ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শেষ দিনে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
সর্বশেষ নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ২৫টি পদ ছিল। এবার নতুন তিনটি পদ যুক্ত হওয়ায় কেন্দ্রীয় সংসদের মোট পদ সংখ্যা ২৮টি হয়েছে। হল সংসদের পদসংখ্যা আগের মতো ১৩টি রয়েছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, ১৮টি হলে মোট ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। হল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা এভাবে: সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, বেগম রোকেয়া হলে ৪৬, সূর্যসেন হলে ৯০, মুহসীন হলে ৭৪, শামসুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দীন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮, স্যার এ এফ রহমান হলে ৭৩।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আজকে কোনো আচরণবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া যায়নি। প্রার্থীরা একসঙ্গে পাঁচজন করে বা একা এসে মনোনয়নপত্র নিয়েছেন। লবিতে হঠাৎ কেউ মিছিল করলে সঙ্গে সঙ্গে নিষেধ করা হয়েছে এবং তারা তা মেনে নিয়েছে।”
ডাকসুর তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ১২ আগস্ট শুরু হয়ে সোমবার শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন; যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।