ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোকে পক্ষপাতী আচরণ হিসেবে দেখছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।
তিনি বলেন, “আমরা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আজ জমা দিয়েছি। আমরা গতকাল থেকে কয়েকটি বিষয় দুঃখজনকভাবে লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে একদিন মনোনয়নপত্র সংগ্রহের দিন বাড়াল। এটি স্পষ্টভাবে একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতী আচরণ।”
মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিন সোমবার ফজিলাতুন্নেছা মুজিব হলে ‘মব’ তৈরি করে ছাত্রদলকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এর পর নির্বাচন কমিশন মনোনয়ন ফরম সংগ্রহের সময় একদিন বাড়ায়।
এস এম ফরহাদ বলেন, “কোনো ধরনের পূর্বালোচনা ছাড়াই সরাসরি একদিন বাড়িয়ে দেওয়া, বাকিরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ার পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেওয়া খুবই দুঃখজনক।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে, বিশেষ করে প্রক্টর থেকে প্রভোস্ট ও বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। চব্বিশ পরবর্তী সময়ে আমরা শিক্ষকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া চাই, যা সকল শিক্ষার্থীর জন্য সমান। আমরা ভবিষ্যতে এই ধরনের পক্ষপাতী আচরণ চাই না।”
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ১৯ অগাস্ট। ২০ অগাস্ট বাছাই এবং ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
সে দিন পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৪২ জন শেষ দিনে এবং আগের আট দিনে ১২৩ জন ফরম সংগ্রহ করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।