দুই মাসের বিরতির পর এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পুনর্বহাল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখে। সার্বিক ঘটনা, তুষারের লিখিত জবাব এবং সংশ্লিষ্ট আলামত বিশ্লেষণের পর দুই মাসের বিরতির পর তাকে পুনর্বহাল করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অভিযোগটি আসে ১৭ জুন, যখন সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরদিন এনসিপি তাকে পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দলীয় সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাতের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সারোয়ার তুষার দপ্তরের মাধ্যমে দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটিকে লিখিত জবাব দেন। এ জবাব ও আলামত বিশ্লেষণ করে এনসিপি ঘটনাটিকে নারীর প্রতি সংবেদনশীলতা ও ন্যায়বিচারের স্বার্থে গভীর পর্যবেক্ষণে রাখে।

বিরতির সময় সারোয়ার তুষার দেশের বিভিন্ন পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব, গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরা এবং নরসিংদীতে পদযাত্রায় অনুপস্থিত থাকেন। দুই মাস পর তাকে পুনর্বহাল করে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয় এবং এখন তিনি পুনরায় সাংগঠনিক সব কার্যক্রমে অংশ নিচ্ছেন।