সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের ৬৫টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে, যেগুলোয় বিচারকাজ শুরু হয়েছে রোববার থেকে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে বৃহস্পতিবার এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে বলা হয়েছে, রোববার (৩১ অগাস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।
গত ২৫ অগাস্ট হাই কোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে পুনর্গঠিত বেঞ্চে।