ডাকসু নির্বাচন স্থগিতের পর রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি, তদন্তে দুটি কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে হাইকোর্টে রিট করা এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় একটি তিন সদস্যের কমিটি এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন একটি দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করেছে।

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন এক ছাত্রী। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট গতকাল সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে পোস্ট দিয়ে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেন।

প্রতিবাদ ও প্রতিক্রিয়া

ঘটনার পরপরই আলী হোসেনের ওই পোস্টের তীব্র প্রতিবাদ জানায় বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাসের রাজনৈতিক নেতাকর্মীরা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। অন্যদিকে ছাত্রদলও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রীকে দেওয়া গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানায় এবং দোষীর বিচার দাবি করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী নাইম হাসান লিখিত অভিযোগ করার পর বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়।
এই তিন সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।

ডাকসু নির্বাচন কমিশনের কমিটি

এদিকে একই ঘটনার তদন্তে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনও দুই সদস্যের আরেকটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হককে এবং সদস্য করা হয়েছে সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত পদক্ষেপ

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি আরও বলেন, সাইবার বুলিং মোকাবিলায় আগে থেকেই একটি কমিটি কাজ করছে। ইতিমধ্যে তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে এবং বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপের নাম, সেগুলোর অ্যাডমিনসহ তথ্য বিটিআরসি ও ডিএমপি কমিশনারকে দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, ক্যাম্পাসের নিরাপত্তা, ভোটের দিন ভোটকেন্দ্র এবং ভোট গণনার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্যাম্পাসে এসে ভোট দিতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ির বিষয়ে কোনো বাধা না থাকে—এই মর্মে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।
হলে বহিরাগতদের প্রবেশ রোধে হল প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অন্ধ শিক্ষার্থীদের জন্য এবার প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।