রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র দরবার শরীফে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে শনিবার সকালে থানার ওসি মো. রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন।
শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় তৌহিদী জনতা বিক্ষোভে নামেন। বিক্ষোভ থেকে তারা নুরাল পাগলার দরবারে হামলা চালালে ভক্তদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় নিহত হন রাসেল মোল্লা (২৮), আহত হন অর্ধশতাধিক মানুষ। পরে দরবার শরীফে অগ্নিসংযোগ করে হামলাকারীরা।
ওসি রাকিবুল ইসলাম জানান, হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায়। এর পরিপ্রেক্ষিতে অজ্ঞাত প্রায় সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দরবার শরীফ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মৃত্যুর পর তাঁর কবর কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় তৌহিদী জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসন সমঝোতার চেষ্টা চালালেও শুক্রবার সহিংসতা ছড়িয়ে পড়ে।