ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা বদল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি আরও জোরদারে সেখানে অতিরিক্ত ১০টি স্টিলথ যুদ্ধবিমান পাঠানোর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আলোচনায় ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা বদলের প্রসঙ্গ নেই।

“আমরা এটি নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি আপনাদের একটা নির্বাচন নিয়ে, খুব হালকা করে বললেও যেটি ছিল খুব অদ্ভুত নির্বাচন,” ভেনেজুয়েলায় গত বছরের নির্বাচনের দিকে ইঙ্গিত করে শুক্রবার ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স।

ভেনেজুয়েলার সর্বশেষ ওই নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই ফের জয়ী হন বলে সেখানকার সরকার জানিয়েছিল।

দিনকয়েক আগেই মাদুরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘সামরিক হুমকির মাধ্যমে ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা বদল’ করতে চাইছে। এ নিয়েই ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার প্রত্যুত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের ভাবনায় এমন কিছু নেই।

“ভেনেজুয়েলা ও সমগ্র লাতিন আমেরিকায় সহিংস উপায়ে শাসনব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা ত্যাগ করা উচিত যুক্তরাষ্ট্রের। তাদের উচিত সার্বভৌমত্ব, স্বাধীনতা, শান্তিতে থাকার অধিকারকে সম্মান জানানো।

“আমি ট্রাম্পকে সম্মান করি। সামরিক সংঘাতে যাওয়ার মতো কোনো বিরোধ আমাদের মধ্যে নেই। ভেনেজুয়েলা সবসময়ই কথা বলতে, সংলাপে বসতে প্রস্তুত,” রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন মাদুরো।

মাদকের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের নতুন দৃষ্টিভঙ্গির আলোকে মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার ভেনেজুয়েলার একটি নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে।

ওই নৌকাটি অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি ট্রাম্পের।

মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের আরও হামলা, এমনকি ভেনেজুয়েলার ভেতরে সন্দেহভাজন মাদক কারবারি চক্রের সদস্য ও আস্তানার ওপর হামলার কথাও বিবেচনা করছেন বলে তার প্রশাসনের পরিকল্পনা সম্বন্ধে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার সিএনএন জানিয়েছে।

এ ধরনের কিছু হলে তা কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা যুদ্ধোন্মাদনায় পৌঁছে দিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

আরও হামলা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রসঙ্গে রয়টার্স হোয়াইট হাউস, পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি।

মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ট্রাম্প প্রশাসন পুয়ের্তো রিকোর একটি বিমানঘাঁটিতে ১০টি এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছে বলে শুক্রবার রয়টার্স একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে এমনিতেই দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। তার মধ্যে এই যুদ্ধবিমান মোতায়েন সামনের দিনগুলোতে অঞ্চলটিতে আরও হামলা-সংঘাতের সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে।

পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলে একটি মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ভেনেজুয়েলার দুটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার ঘটনাকে ‘অত্যন্ত উসকানিমূলক’ আচরণ বলে অভিহিত করেছিল।

ট্রাম্প শুক্রবার সতর্ক করে বলেছেন, প্রয়োজন পড়লে এই যুদ্ধবিমানগুলোকে গুলি করে নামানোর এখতিয়ার মার্কিন সেনাবাহিনীকে দেওয়া আছে।

“তারা যদি আমাদেরকে বিপজ্জনক অবস্থানে ঠেলে দেয়, তাহলে সেগুলোকে গুলি করে নামানো হবে,” বলেছেন তিনি।