দুই মাসে রাজস্ব আহরণে ২০ দশমিক ৯৩ শতাংশ প্রবৃদ্ধি, লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায়

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আহরণ ২০ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। তবে জুলাই ও অগাস্টে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা পিছিয়ে থাকার তথ্য দিয়েছে কর আদায়ের এ সংস্থাটি।

রোববার প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই ও অগাস্টে এনবিআর ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা রাজস্ব আহরণ করে। লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৫ হাজার ৫ কোটি ১৬ লাখ টাকা।

রাজনৈতিক ডামাডোলের কারণে গত অর্থবছরের প্রথম দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে; ধাক্কা খায় রাজস্ব আহরণও।

একক মাস হিসেবে চলতি অর্থবছরের অগাস্টে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৬৯ শতাংশ। এ সময় এনবিআর ২৭ হাজার ১৭৪ কোটি টাকা রাজস্ব আদায় করে।

এনবিআর বলছে, এবারও ভ্যাট খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। এ খাত থেকে দুই মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ; আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। আগের অর্থবছরের এ সময়ে যা ছিল ১৬ হাজার ৮৫৪ কোটি টাকা। এ খাতেই কেবল এনবিআর লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। ভ্যাট অনুবিভাগের জন্য লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ২১ হাজার ৪০৯ কোটি ৬৮ লাখ টাকা।

পরিসংখ্যান বলছে, গত জুলাই-অগাস্টে কাস্টমস খাত থেকে আসে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা; প্রবৃদ্ধি ৬ দশমিক ৬১ শতাংশ। আগের অর্থবছরের জুলাই-অগাস্টে আসে ১৬ হাজার ১৭৭ কোটি ৯৮ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১১ কোটি ৮ লাখ টাকা।

আয়করে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অগাস্টে ১১ হাজার ৯৭৩ কোটি ১৩ লাখ টাকার বিপরীতে এবার এসেছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৩৭৯ কোটি ৫০ লাখ টাকা।

চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।