কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহল বাজারে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জামায়াত নেতা হাফেজ আমজাদ হোসেন (২৫)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ছাত্রলীগ নেতা রাফি ও তার সহযোগীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আমজাদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন— “হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঘটনার পর নতুন মহল বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।