নাইজেরিয়ার নাইজার নদীতে যাত্রীবাহী একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে কমপক্ষে ৩৬ জন মারা গেছেন। দেশটির উত্তরমধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের তথ্য কমিশনার কিংসলে ফ্যানও বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, নৌকাটির যাত্রীরা মূলত পেশায় ব্যাপারী ছিলেন।
ঘটনার সময় ওই ব্যাপারীরা কোগির ইবাজি জেলা থেকে প্রতিবেশী এডো রাজ্যের ইলুশি বাজারে যাত্রা করছিলেন। কিন্তু ইবাজিতে অবস্থানকালে তাদের বহনকারী নৌকা উল্টে যায়।
নাইজেরিয়ার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৮০ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে। যারা এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
নাইজেরিয়ায় প্রায়ই নৌকাডুবি বা নৌকার উল্টে যাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী বোঝাই করা এবং নিরাপত্তা বিধিনিষেধ না মানাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
