গাজামুখী ‘দ্য ম্যারিনেট’ এখনো যাত্রাপথে

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের জাহাজ দ্য ম্যারিনেট এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। একমাত্র এই জাহাজটিকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি জাহাজগুলো ইতিমধ্যে আটক করা হয়েছে।

দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী জাহাজ হলেও এর মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। জাহাজটিতে ছয়জন আরোহী রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ জাহাজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, “আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।”

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার তথ্য অনুযায়ী, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল দ্য ম্যারিনেট। সূর্যোদয়ের সময় জাহাজটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট (প্রায় ৭ কিলোমিটার)। তখন এটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হয়েছিল, তবে তা ঠিক করা হয়েছে। এখনো জাহাজটি গাজা অভিমুখে চলছে।

ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, তাদের বহরের ৪২টি জাহাজকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং আরোহীদেরও আটক করা হয়েছে। তবে তা সত্ত্বেও দ্য ম্যারিনেট পিছু হটছে না। তাদের ভাষায়, “ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, এটি ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।”

আয়োজকেরা আরও জানিয়েছেন, দ্য ম্যারিনেট এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত রয়েছে।