মক্কা-মদীনায় হজযাত্রীদের আবাসনে নতুন লাইসেন্সিং ব্যবস্থা

মক্কা ও মদীনায় হজযাত্রীদের আবাসনের জন্য নতুন লাইসেন্সিং ব্যবস্থা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ২০২৬ সালের হজের জন্য অস্থায়ী হোস্টেল লাইসেন্সিং পরিষেবার মাধ্যমে এ সেবা দেওয়া হবে। হজযাত্রীকে নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এ লাইসেন্স গ্রহণ করতে হবে।

হজ মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন মন্ত্রণালয় এবং পৌরসভা ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ পরিষেবা উন্নত করা হয়েছে। সেবার গুণগত মান উন্নত করতেই এ মৌসুমি লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাথমিক নিবন্ধন। আর হজের প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যায়।

ইতোমধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি করে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।