দীর্ঘ তিন যুগ পর রাকসু নির্বাচনে প্রস্তুত সব কেন্দ্র, নির্ধারিত সময়েই শুরু ভোটগ্রহণ

দীর্ঘ তিন যুগ পরে আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিতে দেখা গেছে সংশ্লিষ্ট সকলকে। আজ সকাল সোয়া ৮টার দিকে দায়িত্বরত কর্মকর্তারা জানান, শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে, নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ শুরু হবে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের সাতটি প্রবেশপথ দিয়ে তল্লাশির পর প্রবেশ করতে হচ্ছে। ভোট কেন্দ্রগুলোর সামনে অবস্থান নিয়েছে পুলিশ ও স্কাউটের সদস্যরা। বেলা পৌনে ৮টার দিকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট বাক্স। কেন্দ্রের ভেতরে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় বিষয়দির প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টরা। এ ছাড়াও পুলিশ সদস্যদের নানা নির্দেশনা দিতে দেখা গেছে সিনিয়র কর্মকর্তাদের।

জামাল নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনে দায়িত্বরত পুলিশ পরিদর্শক পরিমল কুমার বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করব। এখনও পর্যন্ত ভালো পরিবেশ দেখছি। এটা শেষ পর্যন্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

এই কেন্দ্রে ভোট দেবেন বিজয়-২৪ হলের শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ে শুরু হবে ভোটগ্রহণ উল্লেখ করে এই কেন্দ্রের সহকারী-প্রিজাইডিং কর্মকর্তা রেদওয়ানুর রহমান বলেন, ‘আমরা আমাদের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছি। নির্দিষ্ট সময়েই আমরা প্রক্রিয়া মেনে ভোটগ্রহণ শুরু করব।’