রাকসু নির্বাচনে ভোট দিলেন শিবিরসমর্থিত ভিপি প্রার্থী জাহিদ ও জিএস প্রার্থী ফাহিম রেজা

রাকসু নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জুবেরী ভবন কেন্দ্রে ভোট দেন জাহিদ এবং বেলা সাড়ে ১০ টার দিকে শহীদুল্লাহ ভবন কেন্দ্রে ভোট দেন ফাহিম রেজা।

ভোট দিয়ে জাহিদ বলেন, ‘নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে। শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ক্রাউড প্লেসে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তগুলো দেখেছি। এ ছাড়াও নির্বাচন কমিশনকে আমরা জাজমেন্টে রাখতেছি। তাদের ব্যাপারে আমরা বলবো নির্বাচনী ফলাফল শেষ হওয়ার পরে এবং তারা যেন কোন দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ এবং আমাদের প্রতি বিবাদসুলভ আচরণ যেন না করে।’

ভোট দিয়ে শিবিরের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘আমাদের জীবনের প্রথম ভোট দিয়েছি আমাদের ছাত্র সংসদ নির্বাচনে । সব মিলিয়ে আমরা অনেক বেশি উচ্ছসিত এবং আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদের যে ফিডব্যাকটি দিচ্ছেন, যে প্রতিক্রিয়া দিচ্ছেন, যে আন্তরিকতা দেখাচ্ছেন — আমরা ইনশআল্লাহ আশাবাদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জন্য সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্ব বাছাই করবেন।’