রাকসু নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তৃতীয় বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন আবির এবং একই সময়ে ২য় বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন জীবন।
ভোট দিয়ে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন বলেন, ‘আজকে ভোটের দিনেও একটি পক্ষ হলে হলে রান্না করছে। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এবং ফলাফল চাই।’
জিএস প্রার্থী নাফিউল জীবন বলেন, ‘কয়েকজন ভোটার অভিযোগ করেছেন যে ভোট দেওয়ার পর তাদের আঙুলে দেওয়া অমেচনীয় কালি অল্প সময়ের মধ্যেই মুছে গেছে। আমরা এমন একটি নির্বাচন চেয়েছিলাম যেখানে ভোটারদের কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু এখন শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করছে। আমরা বিষয়গুলোর দ্রুত সমাধান চাই এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রত্যাশা করি।’