চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের প্রায় তিন হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের সবাই রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় আটক হন বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের সদস্যরা গোপনে ঝটিকা মিছিলের চেষ্টা করছেন। এসব ঘটনায় প্রায় তিন হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝটিকা মিছিল থেকে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়।
শুক্রবারও রাজধানীর সাতটি স্থান থেকে এমন মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কর্মকর্তা। তিনি বিস্তারিত তথ্য দেন—শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালেবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকেও অনেকেই অর্থের বিনিময়ে এসব ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। তিনি জানান, এই কার্যক্রমে যারা অর্থনৈতিক সহায়তা দিচ্ছেন, তাঁদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, “রাজধানীতে আতঙ্ক সৃষ্টি ও নিজেদের উপস্থিতি জানান দিতে এসব মিছিল আয়োজন করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়বে, তবে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সব পরিস্থিতি মাথায় রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি এবং যেকোনো অপতৎপরতা মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে।”

