পূর্বধলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত দুই, আহত তিন

নেত্রকোণার পূর্বধলায় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানান শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া।

নিহতদের মধ্যে রয়েছেন— অটোরিকশার চালক ময়মনসিংহের চরকালীবাড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে মো. জলিল (৪৫) এবং নেত্রকোণার কালিয়াকোণা গ্রামের আব্দুল জলিলের ছেলে রুজেল মিয়া (৪৫)।

আহতরা হলেন জেলার আসদহাটি গ্রামের রেজিয়া আক্তার (৪৪), পসর আলীর ছেলে শহীদ মিয়া (৪৩) এবং কালিয়াকোণা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শোভা আক্তার (২২)। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই সবুজ মিয়া জানান, “নারান্দিয়া এলাকায় বালু বহনকারী একটি ট্রাক মহাসড়কের ওপর অবৈধভাবে পার্ক করা ছিল। ওই সময় ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী অটোরিকশাটি সেখানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।