রাজশাহীর সারদা থেকে বাংলাদেশ পুলিশ একাডেমি’র উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। দুই দিন ধরে তিনি একাডেমিতে উপস্থিত নন; শুক্রবার এ বিষয়ে তথ্য জানাজানি হয়।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম জানান, “ডিআইজি এহসানউল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে শুনেছি। তিনি এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
পুলিশ একাডেমি সূত্র জানায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা এহসানউল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ দল সারদা পুলিশ একাডেমিতে যায়। তবে অভিযানের আগেই তিনি পালিয়ে যান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডিআইজি এহসানউল্লাহ আগে থেকেই জানতে পারেন যে তাকে গ্রেপ্তার করতে একটি টিম সারদায় উপস্থিত হচ্ছে। খবরটি জানার পর তিনি মোটরসাইকেল চালিয়ে দ্রুত একাডেমি থেকে বের হয়ে যান।
ডিআইজি এহসানউল্লাহ বরিশালে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি বিতর্কিত অভিযানে জড়িত ছিলেন; যা নিয়ে গত বছরের ৫ অগাস্টের পর মামলা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি।
