দেশে গত একদিনে নতুন করে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫১৩ জন, যাদের মধ্যে ২৭৮ জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮০ জন মৃত্যুর ঘটনা ঘটেছে অক্টোবর মাসে।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে পুরুষ ৪১৬ জন এবং নারী ২৩৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে; সেখানে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২০ জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ১৩ জন, সিলেটে ৩ জন এবং রংপুর বিভাগে নতুন আক্রান্ত হয়নি।
এডিস মশাবাহিত এই রোগে অক্টোবরে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৫২০ জন, যা চলতি বছরের দশ মাসের মধ্যে সর্বোচ্চ।
সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, এবং সে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন। এর আগে অগাস্টে ৩৯ জন, জুলাইয়ে ৪১ জন, জুনে ১৯ জন, মে মাসে ৩ জন, এপ্রিলে ৭ জন, ফেব্রুয়ারি মাসে ৩ জন এবং জানুয়ারিতে ১০ জন মারা গেছেন। মার্চ মাসে কোনো মৃত্যু ঘটেনি।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাস অনুযায়ী ছিল: জানুয়ারি ১১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিলে ৭০১, মে ১৭৭৩, জুন ৫৯৫১, অগাস্টে ১০ হাজার ৪৯৬।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন । ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। সেই বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে।
