দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
সর্বশেষ এক দিনে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন। এ নিয়ে ২০২৫ সালে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৮ জন, ঢাকার অন্যান্য এলাকায় ৭৩ জন, ময়মনসিংহে ৮ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় ১৬ জন এবং রাজশাহীতে ভর্তি হয়েছেন ৩৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৩০ জন। এর মধ্যে ৩২৩ জন রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৯০৭ জন ভর্তি আছেন অন্যান্য বিভাগে।
২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১১ জন। ওই বছর মৃত্যু হয় ৫৭৫ জনের, যা ছিল মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ এবং আক্রান্তের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ।