পালানোর অভিযোগে ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পালানোর অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আল মিনা, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এবং রহমত উল্লাহ চৌধুরী।

এর আগে একই অভিযোগে এসপি, অতিরিক্ত এসপি এবং এএসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

ডিআইজি নূরে আল মিনার সর্বশেষ কর্মস্থল ছিল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, পলায়নের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

ডিএমপির সাবেক ডিসি মানস কুমার পোদ্দারকে সর্বশেষ কুমিল্লা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। সেখান থেকে তিনি ২০২৩ সালের ১৮ অক্টোবর থেকে অনুপস্থিত রয়েছেন। প্রজ্ঞাপনটি গত ২৯ জুন স্বরাষ্ট্র সচিব স্বাক্ষর করলেও, মঙ্গলবার তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অন্যদিকে, কিছুদিন আগে এসপি পদে পদোন্নতি পাওয়া ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরীকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছিল। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি থেকে তিনি সেখানে অনুপস্থিত থাকায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।