যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি আলোচনার আমন্ত্রণ গ্রহণ করেছেন। যদিও মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে তা ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার হামাস জানিয়েছিল, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত।

তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, হামাস এই প্রস্তাবে কিছু সংশোধন চায়। এর একটি হচ্ছে, স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলে আবার সংঘাত শুরু হবে না তার নিশ্চয়তা দেওয়া।

এরপর শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছিল, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যে পরিবর্তন চেয়েছে তা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়।

তবে বিবৃতিতে আরও বলা হয়, “পরিস্থিতি মূল্যায়নের আলোকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নির্দেশনা দিয়েছেন যে, পরোক্ষ আলোচনার জন্য আমন্ত্রণ গ্রহণ করা হোক এবং কাতারের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে জিম্মিদের ফেরানোর জন্য যোগাযোগ অব্যাহত রাখা হোক; যাতে ইসরায়েল রাজি হয়েছে। আলোচক দল আগামীকালই রওনা হবে।”

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েলি হামলার তীব্রতায় ধ্বংস হয়েছে পুরো গাজা। চরম মানবিক সংকট ও দুর্ভিক্ষের মুখে রয়েছে গোটা অঞ্চল।