নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে: পরওয়ার

আগামী সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে জামায়াতে ইসলামীর নেতাদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশকে তিনি নিজের ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার দুপুরে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার বিশেষ সদস্য (রোকন) সম্মেলনে তিনি বলেন, এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে, কারণ ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া।

জামায়াতের মহানগর নেতারা জানিয়েছেন, এই বিশেষ সদস্য সম্মেলনে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ১০ হাজার পুরুষ ও নারী রোকন অংশ নেন।

রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা চলার মধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আভাস পাওয়া গেছে। এর আগে জুন মাসে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর যৌথ ঘোষণায় এই আভাস দেওয়া হয়।

পরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ইসলামপন্থী দলগুলোর জোটবদ্ধ নির্বাচনের সুর শোনা যায়। সেখানে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারও অতিথি হিসেবে বক্তব্য দেন।

শুক্রবার দলের এই সম্মেলনে তিনি বলেন, “আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া।”

এই লক্ষ্য সামনে রেখে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বার্তা দিয়ে তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ হল তার টার্নিং পয়েন্ট। তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের নায়েবে আমীর আ. রহমান মুসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত।