শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে জানিয়েছেন নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসানের মধ্যে বিরোধ চলছে।
শুক্রবার সকালে এক পক্ষ ইজারা তুলতে গেলে অন্য পক্ষের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগত দেড় শতাধিক গাড়ি আটকা রয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের সাবেক নেতা জিসান বালা বলেন, “সরকার এক বছরের জন্য আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার ইজারার জন্য আপিল করেছেন। তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন। তবে আদালত থেকে আমি কোনো কাগজ হাতে পাইনি।”
বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে ঘাটের ইজারার রায় পাওয়ার দাবি করে যুবদল নেতা মোমিন দিদার বলেন, “আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্তু জিসান বালা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। তার লোকজন গাড়িগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছে।”
ঘাটে আটকে পড়া এক ট্রাকচালক ইমন বলেন, “রাত ২টা থেকে ঘাটে আটকা পড়ে আছি। দুই কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই।”
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, “ইজারা তোলাকে কেন্দ্র করে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”