চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের নবম তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে কোতয়ালী থানা এলাকার রঙ্গম কনভেনশন সেন্টার সংলগ্ন ওই ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোহাম্মদ হাসান, ফখরুল ইসলাম ও রাশেদ। তাদের সবার বাড়ি নোয়াখালীতে।
কোতয়ালী থানার ওসি আবদুল করিম জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান রাশেদ।
আহতদের হাসপাতালে নিয়ে যান মো. রাসেল নামে আরেক শ্রমিক। তিনি বলেন, নবম তলায় দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন তারা। তিনিও একই কাজ করছিলেন, তবে ‘শরীর খারাপ’ লাগায় সকাল ১০টার দিকে নেমে যান।
রাসেলের ভাষ্য অনুযায়ী, বেলা ১২টার দিকে তিনজন নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তিনি তাদের হাসপাতালে নিয়ে যান।